কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): আমরা জানি সদ্য ভূমিষ্ট সন্তান জন্ম নিলে তার কানে আযান দিতে হয়। কিন্তু একটি মাসিক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম হাদীসটি দুর্বল। বিয়ষটি বিস্তারিত জানতে চাই।

উত্তর: সদ্য ভূমিষ্ট সন্তানের জন্মের সময় তার কানে আযান দেওয়ার বিষয়ে তিরমিযীতে (১৫১৪ হা/) ও আবূ দাউদে (৫১০৫ হা/) যে হাদীস বর্ণিত হয়েছে তা যঈফ। আর এই হাদীসের শাহেদ হিসেবে যেই হাদীসগুলো বর্ণনা করা হয় সেগুলো এই বর্ণনার চেয়ে আরো বেশি যঈফ। যার ফলে আগের বর্ণনা যঈফ হিসেবেই থাকে। তাই এই হাদীস আমলের উপযুক্ত নয় (জামেউ তুরাছিল আলবানী ফিল ফিকহ, ২/৫৯১-৫৯২)।

প্রশ্নকারী : আব্দুল হামীদ

ঝিনাইদহ।

Magazine