কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): কোনো ব্যক্তির ন্যূনতম কী পরিমাণ সম্পদ থাকলে তার ওপরে যাকাতুল ফিতর ফরয হবে?

উত্তর: গরীব, ফকীর-মিসকীন সকলের ওপরই যাকাতুল ফিতর ফরয। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ, মহিলা, আযাদ ও গোলামের পক্ষ হতে এক ছা‘ খেজুর বা এক এক ছা‘ যব ছাদাক্বাতুল ফিতর হিসেবে ফরয করেছেন (ছহীহ বুখারী, হা/১৫১১; ছহীহ মুসলিম, হা/৯৮৪)।

প্রশ্নকারী : মাসুদ করিম

রাজশাহী।


Magazine