কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিবাহ করা কি আমার জন্য জায়েয হবে?

উত্তর: আপনার সৎমার সাথে আপনার বাবার মিলন হওয়ার কারণে তার মেয়ে আপনার বৈপিত্রেয় বোন বা সৎবোন। তাকে আপনার জন্য বিবাহ করাজায়েয নয়। কেননা আল্লাহ তাআলা ভাই-বোনে বিবাহ করা হারাম করেছেন; যদিও তারা অন্য মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে..’ (আন-নিসা, ৪/২৩)। সুতরাং তারা মাহরাম বলে বিবেচিত হবে। তাদেরকে বিবাহ করা যাবে না।

প্রশ্নকারী : শোআইব

টাঙ্গাইল সদর।


Magazine