উত্তর: এরূপ কথা বলা যাবে না। কেননা, যার তাক্বদীরে যা লিখা আছে তা তার জীবনে ঘটবেই। ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি রুকন। তা প্রতিহত করার কেউ নেই। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না। আর তোমার জীবনে যা কিছু হাত ছাড়া হয়েছে তা তোমাদের জীবনে ঘটবার ছিল না’ (আবূ দাঊদ, হা/৪৬৯৯; মুসনাদে আহমাদ, হা/২১৬৫১)। অতএব জীবনে যত বিপদাপদ আসবে তার জন্য বিচলিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর ঘাবড়ে গিয়ে সময়কে গালমন্দ করা যাবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সময়কে গালমন্দ করো না। কেননা, আমিই সময় (তথা আমি সময়ের মালিক, আমি সময় পরিচালনা করি), আমি রাত ও দিন পরিবর্তন করি, (ছহীহ মুসলিম, হা/২২৪৬; মুসনাদে আহমাদ, হা/৯১২৬)।
প্রশ্নকারী : মুহাম্মদ বিল্লাল
ওয়ারী, ঢাকা।