কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : আপন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি?

উত্তর : চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে। কারণ সে মুহাররামাতের (যাদেরকে বিবাহ করা হারাম) অর্ন্তভুক্ত নয়। যাদেরকে বিবাহ করা হারাম তাদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, ‘তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে, তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শ্বাশুড়ীদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সে সব স্ত্রীর অপর স্বামী থেকে যে সব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোনো পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা’ (তোমাদের উপর হারাম করা হয়েছে) (আন-নিসা, ৪/২৩)।

প্রশ্নকারী : আজিজুল

মালোশিয়া।


Magazine