কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): আমি বিবাহ করার সাত দিন পরেই পড়াশুনার জন্য দেশের বাইরে চলে যাই। এই সাত দিনের মধ্যে আমাদের কোনো ধরনের শারীরিক সম্পর্ক হয়নি। কিছুদিন আগে ফোনে ঝগড়ার এক পর্যায়ে প্রচণ্ড রাগে কোনো কিছু না ভেবেই আমি তাকে বলে ফেলি, তোকে তালাক দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক। এর কিছুক্ষণ পর আমি আমার ভুল বুঝতে পারি। আমি তওবা করে আমার কথা ফিরিয়ে নিই। আমি এবং আমার স্ত্রী দুজনই একে অপরকে অনেক ভালোবাসি। আমরা বিবাহ বিচ্ছেদ চাচ্ছি না। আমাদের জন্য কুরআন হাদীছের আলোকে সমাধান দিয়ে সহায়তা করুন।

উত্তর: যেহেতু সহবাস করার আগেই তালাক হয়েছে, সেহেতু স্ত্রীকে সেই বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে না এবং স্ত্রীকেও কোনো ইদ্দত পালন করতে হবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করবে, তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের পালনীয় কোনো ইদ্দত নেই যা তোমরা গণনা করবে’ (আল-আহযাব, ৩৩/৪৯)। এখন যদি সেই মহিলাকে স্ত্রী হিসেবে পেতে চায়, তাহলে আবার মোহর দিয়ে নতুনভাবে বিবাহ করার মাধ্যমে স্ত্রী হিসেবে নিতে পারে (আল-মুগনী, ৭/৩৯৭)।

প্রশ্নকারী : খালেদ মাহমুদ

যুক্তরাষ্ট্র।


Magazine