উত্তর : জায়নামায বিছিয়ে ছালাত আদায় করাতে পৃথক কোনো নেকী নেই। বরং ব্যক্তিগতভাবে জায়নামায ব্যবহার করলে তাতে অনেক অসুবিধা রয়েছে। যেমন, অন্যরা তার পায়ে পা মিলাতে সংকোচবোধ করবে; ব্যক্তির মধ্যে অহংকার আসবে ইত্যাদি। তা ছাড়া জায়নামায বিছিয়ে হোক বা জায়নামায ছাড়া হোক মসজিদে কারো জন্য কোনো জায়গা নির্দিষ্ট করে রাখা ঠিক নয়। বরং যিনি আগে আসবেন, তিনি প্রথম কাতারে দাঁড়াবেন (ছহীহ মুসলিম, হা/৪৩৮; মিশকাত, হা/১০৯০)। তবে বিচক্ষণ ও দ্বীনি জ্ঞানসম্পন্ন ব্যক্তিগণই ইমামের নিকটবর্তী ও পিছনে দাঁড়াবেন। অতঃপর অন্যরা দাঁড়াবে (ছহীহ মুসলিম, হা/৪৩২; মিশকাত, হা/১০৮৮-৮৯) যাতে করে তারা ইমামের ভুলের ক্ষেত্রে তাকে সতর্ক করতে পারেন এবং প্রয়োজনে ইমামের স্থলাভিষিক্ত হতে পারেন (ফিক্বহুস সুন্নাহ, ১/২২৯)। তবে বিশেষ প্রয়োজনে সকল মুছল্লীর জন্য মসজিদে কার্পেট বিছানোতে শারঈ কোনো বাধা নেই।
প্রশ্নকারী : আব্দুস সামাদ
আয়কর বিভাগ, রাজশাহী।