কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : আমি একটি ঠিকাদারী কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। এই সাইটের কাজের সাথে সংশ্লিষ্ট সরকারি ডিপার্টমেন্টগুলো দুর্নীতির সাথে জড়িত। একজন ইঞ্জিনিয়ার হিসাবে দুর্নীতিযুক্ত কাজগুলো আমাকে বাস্তবায়ন করতে হয়। আমার উপার্জন হালাল হবে কি?

উত্তর : ঠিকাদারী কোম্পানিটি যদি মূলে হারাম থেকে মুক্ত হয় এবং দুর্নীতির সাথে জড়িত না হয় অথবা সরকারি ডিপার্টমেন্টগুলো থেকে সুবিধাভোগী না হয়, তাহলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর দুর্নীতির জন্য ঠিকাদারী কোম্পানি দায়ী থাকবে না। কারণ কেউ কারো পাপের বোঝা বহন করবে না (আয-যুমার, ৩৯/৭)। আর সেক্ষেত্রে উক্ত কোম্পানি থেকে প্রাপ্ত উপার্জন হারাম হবে না। তবে কোম্পানি যদি দুর্নীতির সুবিধাভোগী হয় তাহলে অন্যায় কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ বলেন, ‘পূণ্য ও আল্লাহভীতির কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। পাপ ও আল্লাহদ্রোহিতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। এমতাবস্থায় সেই উপার্জন হালালও হবে না।

প্রশ্নকারী : মো. সোহানুর রহমান

পুঠিয়া, রাজশাহী।


Magazine