কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : আটা দিয়ে ফিতরা আদায় হবে কি?

উত্তরহ্যাঁ, আটা দিয়ে ফিতরা আদায় করা যাবে। কেননা আটা সস্যদানারই অংশ, যেটিকে মাপা যায় এবং সংরক্ষণও করা যায় (মাজমু ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ২৫/৬৯, আল মুগনী, ৪/২৮৯-২৯০)। আর আটা খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ঈদের দিন এক সা‘ পরিমাণ খাদ্য ছাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। আবূ সাঈদ রযিয়াল্লাহু আনহু বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর (ছহীহ বুখারী, হা/১৫১০)।

প্রশ্নকারী : মুছলেহুদ্দীন বিন সিরাজুল ইসলাম

তানোর, রাজশাহী।


Magazine