উত্তর : মসজিদের বারান্দা মসজিদের অন্তর্ভুক্ত। কাজেই মসজিদের ভেতরে ও বারান্দায় ক্রয়-বিক্রয় করা যাবে না। কেননা মসজিদের বারান্দায় ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা কাউকে মসজিদে কেনাবেচা করতে দেখবে তখন তোমরা বলো, আল্লাহ তোমার ব্যাবসায় লাভবান না করুক...’ (তিরমিযী, হা/১৩১২; ছহীহ আত-তারগীব, হা/২৯১; মিশকাত, হা/৭৩৩)। তবে মসজিদের ডানে-বামে ও সামনে ক্রয়-বিক্রয়ে সমস্যা নেই। কেননা তা মসজিদের অন্তর্ভুক্ত নয়।
প্রশ্নকারী : শাইখ মাহমুদ
গাজীপুর সদর।