কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): মাঝেমধ্যে ঘুমের জন্য ফজর মিস হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ফজরের কাযা আদায় করতে অনেক দেরি হয়ে যায়। এতে কি পরবর্তীতে পড়া ছালাত হবে?

উত্তর: স্মরণ হওয়া মাত্রই ছালাত আদায় করতে হবে। কেননা এটা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ। বিলম্ব করলে পাপী হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি তোমাদের কেউ ছালাতের কথা ভুলে যায় বা ছালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, সে যেন মনে পড়া মাত্রই (সেই ছালাত) পড়ে নেয়’ (তিরমিযী, হা/১৭৭)।


Magazine