উত্তর : সূরা মুলক প্রতিদিন ঘুমানোর পূর্বে তেলাওয়াত করাই উত্তম। জাবের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সিজদা ও মুলক না পড়ে নিদ্রা যেতেন না (তিরমিযী, হা/২৮৯২; দারেমী, হা/৩৪১১, সনদ ছহীহ; মিশকাত, হা/২১৫৫)। তবে সূরা মুলকের মাধ্যমে কবরের শাস্তি হবে না- মর্মে যখন সূরাটি পড়ার কথা এসেছে, তখন রাতের কথা এসেছে (তিরমিযী, হা/২৮৯০; মিশকাত, হা/২১৫৪; উল্লেখ্য যে, হাদীছটির প্রথমাংশ যঈফ)। তবে যতক্ষণ ক্ষমা না হবে, ততক্ষণ সূরা মুলক সুপারিশ করতে থাকবে- মর্মে যখন হাদীছ এসেছে, তখন সময়ের কথা উল্লেখ হয়নি (তিরমিযী, হা/২৮৯১; মিশকাত, হা/২১৫৩)।
প্রশ্নকারী : আব্দুর রহমান
রামনগর, দিনাজপুর।