উত্তর: বিতরের ছালাতের ওয়াক্ত হলো, ইশার পর থেকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের ছালাত দুই রাকআত দুই রাকআত করে। যখন তোমাদের কারো ভোর হয়ে যাওয়ার আশঙ্কা হয় তখন সে এক রাকাআত আদায় করে নিবে (ছহীহ বুখারী, হা/৪৭২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা ভোর হবার পূর্বেই বিতর ছালাত আদায় করো (ছহীহ মুসলিম, হা/৭৫৪)। সুতরাং এশার পর থেকে ফজরর হওয়ার আগ পর্যন্ত এই সময়েই বিতরের ছালাত আদায় করতে হবে। তবে যদি কেউ বিতর পড়তে ভুলে যায় অথবা বিতর না পড়ে ঘুমিয়ে যায়, তবে স্মরণ হলে কিংবা রাতে বা সকালে ঘুম হতে জেগে উঠার পরে সুযোগ মত তা আদায় করবে। আবূ সা‘ঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বিতরের ছালাত আদায় না করে ঘুমিয়ে পড়ল অথবা আদায় করতে ভুলে গেল, সে যেন যখনই স্মরণ হয় বা ঘুম হতে জেগে আদায় করে নেয় (আবূ দাঊদ, হা/১৪৩১; তিরমিযী, হা/৪৬৫; ইবনু মাজাহ, হা/১১৮৮)। সুতরাং ফজরের আযান হলেও ঘুম থেকে উঠে আগে বিতরের ছালাত আদায় করে নিবে (ছহীহ বুখারী, হা/১১৪৬, মিশকাত, হা/১২২৬)।
প্রশ্নকারী : আব্দুল খালেক
কাউনিয়া, রংপুর।