কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): নবী ও রাসূলগণের সাথে কিরামান কাতেবীন (সম্মানিত লেখক ফেরেশতাগণ) থাকে কি এবং তাদের কোনো আমলনামা আছে কি?দলীলসহ উত্তর চাই।

উত্তর: নবী ও রাসূলগণের সাথে সম্মানিত লেখক ফেরেশতাগণ ছিলেন এবং তাদেরও আমলনামা ছিল। আল্লাহ তাআলা বলেন, ‘যখন দুজন গ্রহণকারী ফেরেশতা ডানে ও বামে বসে আমল গ্রহণ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) সদা প্রস্তত প্রহরী তার নিকটেই রয়েছে’ (ক্বাফ, ৫০/১৭-১৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ ছিলেন, সুতরাং তাদের সাথে লেখকগণ ছিলেন এবং তাদের আমলনামা লিপিবদ্ধ করা হয়েছে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তাআলার নিকটে) আমল পেশ করা হয়। সুতরাং আমি চাই আমার আমলসমূহ যেন ছিয়াম পালনরত অবস্থায় পেশ করা হয়’ (তিরমিযী, হা/৭৪৭)। অত্র হাদীছ প্রমাণ করে যে, নবীদের আমলনামা লেখা হতো।

প্রশ্নকারী: আ. জাব্বার

পঞ্চগড়।


Magazine