কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : নিজ চাচার মৃত্যুর পর ভাতিজা চাচিকে বিবাহ করতে পারবে কি?

উত্তরচাচি মাহরামের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ শরীআতে যাদেরকে বিবাহ করা একজন পুরুষের জন্য হারাম তাদের অন্তর্ভুক্ত নয় (আন-নিসা, ৪/২৩)। সুতরাং চাচার মৃত্যু অথবা কোনো কারণে চাচির সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলে ইদ্দত পালন শেষে ভাতিজা চাচিকে বিবাহ করতে পারে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বলেন, ‘বংশীয় কারণে সাত জন এবং বৈবাহিক কারণে সাত জন নারীকে বিবাহ করা হারাম করা হয়েছে। অতপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, ‘তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইঝি, ভাগিনী, দুধ মা, দুধ বোন, শ্বাশুড়ী, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে, কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাক, তবে (তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে) তোমাদের প্রতি গুনাহ নেই এবং (তোমাদের প্রতি হারাম করা হয়েছে) তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং এক সঙ্গে দু’ বোনকে (বিবাহ বন্ধনে) রাখা, পূর্বে যা হয়ে গেছে, হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু’ (ছহীহ বুখারী, ‘কিতাবুন নিকাহ’ অধ্যায়-২৫; মিশকাত, হা/৩১৮১)।

প্রশ্নকারী : তানভীর

ধুরইল মৃধাপাড়া, মোহনপুর, রাজশাহী।


Magazine