উত্তর: তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত হলো তিন হায়েয। আল্লাহ তাআলা বলেন, ‘তালাকপ্রাপ্তা নারীগণ তিন মাসিকস্রাব কাল অপেক্ষায় থাকবে’ (আল-বাকারা, ২/২২৮)। মাসিক বন্ধ হয়ে গেলে বা অপ্রাপ্তবয়স্ক তথা মাসিক না হলে তাদের তালাকের পর তিন মাস ইদ্দত পালন করতে হবে। আর গর্ভবতীদের ইদ্দত সন্তান হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যেসব স্ত্রী আর ঋতুমতী হওয়ার আশা নেই, তাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দতকাল হবে তিন মাস এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও; আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত’ (আত-তালাক, ৬৫/৪)। আর যদি অনিয়মিত মাসিক হয়, তাহলে তিন মাসিক (হায়েয) ইদ্দত পালন করবে। তবে চিকিৎসার মাধ্যমে হায়েযকে নিয়মিত করা সম্ভব হলে এবং প্রয়োজন মনে করলে তা করে নিতে পারে। অন্যথায় এক হায়েয ২/৩ মাস হিসেবেই ৬/৯ মাসে তিন হায়েয পূর্ণ করবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।