উত্তর: যদি অরিজিনাল ওয়েবসাইটের মালিকের পক্ষ থেকে অন্য কারো কম মূল্যে বিক্রি করার অনুমতি থাকে, তাহলে অন্য কারো থেকে ক্রয় করাতে কোনো বাধা নেই। কিন্তু যদি অনুমতি না থাকে, তাহলে জেনেশুনে তা ক্রয় করা যাবে না। কেননা, এটা খেয়ানতের অন্তর্ভূক্ত। আর আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ! জেনে-বুঝে আল্লাহ ও তাঁর রাসূলের খেয়ানত করো না এবং তোমাদের পরস্পরের আমানতেরও খেয়ানত করো না (আল-আনফাল, ৮/২৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয় (মুসনাদে আহমাদ, ৫/৭২-৭৩, দারাকুতনী, ৩/২৬)।
প্রশ্নকারী : ওমর ফারূক
ঢাকা।