কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : কবরস্থান যিয়ারত করা ও সেখানে দুই হাত তুলে দু‘আ করার বিধান কী? এক্ষেত্রে পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলিত মুনাজাত করা যাবে কি?

উত্তর : কবরস্থান যিয়ারত করা বৈধ। কেননা তা আখেরাতের কথা স্বরণ করিয়ে দেয়। ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা তা দুনিয়া বিমুখ করে এবং আখেরাতের কথা স্বরণ করিয়ে দেয়’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৭.)। করবস্থানে পরিবারকে নিয়ে সম্মিলিভাবে হাত তুলে দু‘আ করা বিদ‘আত। তবে একাকী যিয়ারত করতে গিয়ে হাত তুলে দু‘আ করা যায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর কাছে রাত্রিযাপন কালে বাক্বিউল গারকাদ করবস্থানে রাত্রি বেলায় ‍চুপিসারে গিয়ে একাকী হাত তুলে দু‘আ করেছিলেন (ছহীহ মুসলিম, হা/৯৭৪; নাসাঈ, হা/২০৩৭)।

প্রশ্নকারী : মোঃ মুখলেসুর রহমান

গোদাগাড়ী রাজশাহী


Magazine