কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): উযাইর আলাইহিস সালাম কে ছিলেন? তিনি কি আল্লাহর নবী ছিলেন? উযাইর নামে ছেলেদের নাম রাখা যাবে কি না?

উত্তর: এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে উযাইর আলাইহিস সালাম একজন সৎ লোক ছিলেন। যদিও প্রসিদ্ধ রয়েছে যে, তিনি বনী ইসরাঈলের একজন নবী ছিলেন (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ২/৩৮৯)। এব্যাপারে হাদীছে এসেছে, আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি অবহিত নই যে, তুব্বা অভিশপ্ত কি না এবং আমার জানা নেই যে, উযাইর নবী কি না’ (আবূ দাঊদ, হা/৪৬৭৪)। একথা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা জানার আগে বলেছেন। কিন্তু উযাইর এর ব্যাপারে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে, তিনি নবী ছিলেন (শারহু সুনান আবী দাঊদ, ১৭/৫২৩)। আর উযাইর নামকরণ করা যেতে পারে।

প্রশ্নকারী: রবিউল ইসলাম

মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহী।


Magazine