কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : যদি কোনো ব্যক্তি কাজের বিনিময়ে মজুরি হিসেবে ২০ মণ বা তার অধিক ধান পায় তাহলে তাকে ওশর দিতে হবে কি-না? কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জানতে চাই?

উত্তরনা, এমন ব্যক্তিকে ওশর দিতে হবে না। কেননা ফসলের যাকাত ফরয হয় ফসল উৎপাদনকারীর ওপর, শ্রমিকের ওপর নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর ফসল তোলার দিনে তোমরা সেগুলোর হক্ব (যাকাত) দিয়ে দাও’ (আল-আনআম, ৬/১৪১)। সুতরাং প্রশ্নে উল্লিখিত ব্যক্তি যেহেতু পরিশ্রম করে ফসল পেয়েছে, নিজে উৎপাদন করেনি, তাই তাকে এগুলোর যাকাত দিতে হবে না।

প্রশ্নকারী : মো. দুলাল

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine