কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): বিড়ি বা তামাক কারখানায় কাজ করলে ছালাত হবে কি?

উত্তর: বিড়ি, তামাক বা যেকোনো নেশাদার দ্রব্য উৎপাদন, কেনাবেচা, কিংবা তাতে কোনোভাবে সহযোগিতা করা ইসলামে হারাম। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মদ, তা পানকারী, পরিবেশনকারী, বিক্রেতা, ক্রেতা, উৎপাদক, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয়- এদের সকলকে আল্লাহ লা‘নত করেছেন’ (আবূ দাঊদ, হা/৩৬৭৪)। ছালাত শুদ্ধ হওয়ার জন্য নেশাদার দ্রব্যের সাথে সম্পর্কহীনতার শর্তারোপ করা হয়নি। সুতরাং সেই ছালাত বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু তা কবুল হওয়া বা না হওয়া আল্লাহর হাতে। আল্লাহ পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বর্ণনা করে বললেন, ‘দীর্ঘ ভ্রমণে এলোমেলো চুল ধুলামলিন চেহারার ব্যক্তি দুই হাত আকাশের দিকে তুলে বলছে, হে আমার রব! হে আমার রব! অথচ তার আহার হারাম, পানীয় হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম। তার হারাম খাবার দিয়ে পুরো দেহ গড়ে উঠেছে। তাহলে কীভাবে তার দু‘আ কবুল হবে?’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)।

প্রশ্নকারী : আলিফ বিন জাহাঙ্গির কবীর

সাঘাটা, গাইবান্ধা।


Magazine