কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : সফরে মুসাফিরের জন্য কছর করা কি ফরয? কেউ যদি ইচ্ছাকৃত কছর না করে তবে কি সে গুনাহগার হবে?

উত্তর: না, কছর করা ফরয নয়। বরং সফর অবস্থায় কছরের বিধান মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কছর করতেন। তাই কছর করাই উত্তম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কছর হলো ছাদাক্বা, যা আল্লাহ তোমাদের জন্য ছাদাক্বা করেছেন। সুতরাং তোমরা তার ছাদাক্বা গ্রহণ করো’ (ছহীহ মুসলিম, হা/৬৮৬)। আর আল্লাহর দেওয়া ছাড় গ্রহণ করাই উত্তম। কিন্তু কেউ কছর না করলে সে সুন্নাত পরিত্যাগ করল, তবে সে গুনাহগার হবে না।

 প্রশ্নকারী : ফজলে রাব্বী

ময়মনসিংহ।


Magazine