উত্তর: জীন ছাড়ানোর জন্য কবিরাজ যদি তাবিজ দেয় অথবা এমন ভাষাতে ঝাড়ফুঁক করে যা বোধগম্য নয়, তাহলে এমন কবিরাজের কাছে জীন ছাড়ানোর চিকিৎসা করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪২২, ছহীহুল জামে, হা/৬৩৯৪)। আর যদি কুরাআন ও সুন্নাহতে বর্ণিত দু‘আ দিয়ে ঝাড়ফুঁক করে, তাহলে তাকে দিয়ে ঝাড়ফুঁক করাতে শরীআতে কোনো বাধা নেই (ছহীহ বুখারী, হা/৫৭৩৭)।
প্রশ্নকারী : নাজমুল হুদা
গোপালগঞ্জ।