উত্তর: কবরস্থানে জন্মানো গাছের ফল, শাক-সবজি খাওয়াতে কোনো সমস্যা নেই; যদি তা হালাল হয়। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন মসজিদে নববী তৈরি করেন তখন সেখানে মুশরিকদের কবর, খেজুর গাছ ও ধ্বংসস্তূপ ছিল। অতপর কবরগুলো খনন করে স্থানান্তরিত করা হয়, খেজুর গাছগুলোকে কেটে মসজিদের কেবলা বানানো হয় এবং ধ্বংসস্তুপগুলোকে সমান করা হয় (নাসাঈ, হা/৭১০)। উক্ত হাদীছে বুঝা যায় যে, মৃতের হাড়-হাড্ডি অপবিত্র হলেও কবরের মাটি পবিত্র। তাই আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ স্থাপন করেছেন। অনুরূপভাবে কবরের মাটিতে উৎপাদিত গাছ, ষাক-সবজি হতে ফল খাওয়া এবং হালাল প্রাণী বসবাস করলে তার গোস্ত ভক্ষণ করা বৈধ হবে। তবে তাতে কোনো ধরনের কল্যাণ-অকল্যাণের ধারণা ও বরকতের আশা করা যাবে না। তবে, সরকারী কবরস্থান হলে, ব্যক্তিগতভাবে ভোগ করতে পারবে না।
প্রশ্নকারী : মুহাম্মদ বিল্লাল
ওয়ারী, ঢাকা।