উত্তর : সাধারণভাবে পুরুষ ও মহিলাদের ছালাতের মাঝে কোনো পার্থক্য নেই। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ, সেভাবেই ছালাত আদায় করো’ (ছহীহ বুখারী, হা/৬৩১)। তাই মহিলাদেরকে ইক্বামত দিয়েই ছালাত আদায় করতে হবে। হাফছা রযিয়াল্লাহু আনহা যখন ছালাত আদায় করতেন তখন ইক্বামত দিতেন (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৩৩৮)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নিশ্চয় তিনি আযান দিতেন, ইক্বামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। এ সময় তিনি কাতারের মাঝে দাঁড়াতেন (সুনানুল কুবরা, হা/৫১৩৯)।
প্রশ্নকারী : আব্দুল কাইয়্যুম
সৈয়দপুর।