উত্তর: মুখস্থ করে পড়াই উত্তম। কেননা এর মাধ্যমে দুআ পড়ার প্রতি বেশি যত্নশীল হওয়া যায়। আর সর্বত্র বই সঙ্গে রাখা সম্ভব হয় না ফলে নিয়মিত পড়া সম্ভব হয় না। খুশূ-খুযূসহকারে পড়া যায় না ইত্যাদি। তবে নিতান্তই অপারগ হলে সাধারণভাবে দেখে দেখে পড়াতে কোনো সমস্যা নেই। (মাজমু ফাতাওয়া ইবনু বায, ২৬/১৩৭)। উল্লেখ্য যে, দেখে পড়ুক কিংবা মুখস্থ অবশ্যই তা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত দুআ হতে হবে। সুতরাং বিশুদ্ধ দুআর বই থেকে পড়তে হবে।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।