কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : মসজিদের ইমাম তাবীয দ্বারা চিকিৎসা করলে তার পিছনে ছালাত হবে কি?

উত্তরতাবীয ঝুলানো শিরক। উক্ববা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট (বায়আত করার উদ্দেশ্যে) ১০ জন লোক উপস্থিত হলো। তিনি নয় জনের নিকট থেকে বায়আত নিলেন। আর মাত্র একজন লোকের নিকট হতে বায়আত নিলেন না। ছাহাবীগণ বললেন, ‘হে আল্লাহর রসূল! আপনি নয় জনের বায়আত গ্রহণ করলেন, কিন্তু এই ব্যক্তির বায়আত গ্রহণ করলেন না কেন?’ উত্তরে তিনি বললেন, এর শরীরে তাবীয রয়েছে তাই। অতঃপর সে নিজ হাতে তা ছিঁড়ে ফেললো। তারপর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকেও বায়আত নিলেন এবং বললেন, যে ব্যক্তি তাবীয ঝুলায়, সে ব্যক্তি শিরক করে (মুসনাদে আহমাদ, হা/১৭৪২২, সিলসিলা ছহীহা, হা/৪৯২)। রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঝাড়ফুঁক, তাবীয ও জাদুটোনা শিরকী কাজ (আবূ দাউদ, হা/৩৮৮৩; ইবনু মাজাহ, হা/৩৫৩০; মিশকাত, হা/৪৫৫২)। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘যে ব্যক্তি তাবীয ঝুলালো, সে শিরক করলো’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪২২)। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘যে লোক কোনকিছু ঝুলিয়ে রাখে. তাকে তার উপরই সোপর্দ করা হয়’ (তিরমিযী, হা/২০৭২, মুসনাদে আহমাদ, হা/১৮৭৮৬)। যদি ইমাম সাহেব এমন তাবীয দ্বারা চিকিৎসা করে যাতে শিরকী কথা আছে যেমন আল্লাহ ছাড়া কোন ফিরিশতা, নবী অথবা সৎ ব্যক্তির কাছে দুআ করা তাহলে এমন ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে না। এমনকি কুরআন মাজীদের আয়াত দিয়ে তাবীয লিখলেও তার পিছনে ছালাত আদায় করা যাবে না।

প্রশ্নকারী  :  মো. জহিরুল ইসলাম, ঢাকা।


Magazine