উত্তর : এমতাবস্থায় মামাতে বোনকে বিবাহ করা যাবে না। কেননা সে তার দুধ বোন। আর দুধ বোনের সাথে বিবাহ হলে সে বিবাহকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। উক্ববা ইবনু হারিস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি উম্মু ইয়াহ্ইয়া বিনতে আবূ ইহাবকে বিবাহ করলেন। তিনি বলেন, তখন কালো বর্ণের এক দাসী এসে বলল, আমি তো তোমাদের দু’জনকে দুধপান করিয়েছি। সে কথা আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উত্থাপন করলে তিনি আমার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। আমি সরে গেলাম। বিষয়টি আবার তার নিকট উত্থাপন করলাম। তিনি তখন বললেন, এ বিয়ে হয় কী করে? সে তো দাবি করছে যে, তোমাদের দু’জনকেই সে দুধ পান করিয়েছে। অতঃপর তিনি তাকে (উক্ববাকে) তার (উম্মু ইহাবের) সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে বললেন (ছহীহ বুখারী, হা/২৬৫৯)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
তালা, সাতক্ষীরা।