কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): আমি বিবাহিত। আমি একজন মহিলার সাথে মোবাইলে মেসেজ করতাম, সেও বিবাহিতা। তার সাথে একদিন চ্যাটিং করতে করতে যৌনবিষয়ক মেসেজ দেওয়া শুরু হয়ে যায়। এজন্য আমি খুবই অনুতপ্ত। এই পাপটি কি ব্যভিচার হিসেবে গণ্য হবে? আমি কীভাবে এই গুনাহ থেকে মাফ পেতে পারি?

উত্তর: জি, উক্ত কাজ ব্যভিচার বলে গণ্য হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘চোখের যেনা হলো দেখা। জিহ্বার যেনা হলো কথা বলা। মন আকাঙ্ক্ষা ও কামনা করে আর লজ্জাস্থান তা বাস্তবায়ন করে অথবা তা থেকে বিরত থাকে’ (ছহীহ বুখারী, হা/৬২৪৩)। তাই আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine