কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : আমি হজ্জে গিয়ে রওযায় যে দুই রাকা’আত ছালাত আদায় করতে হয় কোনো কারণবসত আমি তা করিনি। এখন আমার করণীয় কী?

উত্তর : রসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওযাতে (কবরে) ছালাত আদায় করা শিরক। আর যে স্থানটুকুকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম روضة من رياض الجنة (রওযাতুম মিন রিয়াযিল জান্নাত) বলেছেন, সেখানে দুই রাকা‘আত ছালাত আদায়ের ব্যাপারে কোন হাদীছ নেই। বরং মাসজিদে নববী ছালাত আদায়ের কথা হাদীছে এসেছে। জাবির রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসজিদুল হারাম ব্যতীত অন্য মসজিদের ছালাত অপেক্ষা আমার মসজিদের ছালাত হাজার গুণ উত্তম। অন্যান্য মসজিদের ছালাতের তুলনায় মাসজিদুল হারামের ছালাত এক লক্ষ গুণ উত্তম (ইবনু মাজাহ, হা/১৪০৬)।

প্রশ্নকারী : আবুল বাশার

নাটোর।


Magazine