কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : ছালাতের প্রথম রাক‘আতের কিরাআত দীর্ঘ এবং দ্বিতীয় রাক‘আতে সংক্ষিপ্ত করতে হবে, এমন কোন প্রমাণ আছে কি?

উত্তর : প্রথম রাক‘আতে ক্বিরাআত দীর্ঘ এবং দ্বিতীয় রাক‘আতে ক্বিরাআত সংক্ষিপ্ত করার পক্ষে বহু প্রমাণ রয়েছে। আবু ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাক‘আতে সূরা ফাতিহা ও অন্য দুটি সূরা পড়তেন। প্রথম রাক‘আতে ক্বিরাআত দীর্ঘ করতেন। আর দ্বিতীয় রাক‘আতে ক্বিরাআত সংক্ষিপ্ত করতেন। কখনো কখনো কোন আয়াত শুনিয়ে দিতেন। আর আছর ছালাতে সূরা ফাতিহা ও অন্য দুটি সূরা পড়তেন। প্রথম রাক‘আতে ক্বিরাআত দীর্ঘ করতেন। আর ফজরের প্রথম রাক‘আতে ক্বিরাআত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক‘আতে ক্বিরাআত সংক্ষিপ্ত করতেন’ (ছহীহ বুখারী, হা/৭৫৯; নাসাঈ, হা/৯৭৬; ইবনে খুযায়মা, হা/৫০৪)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম‘আর দিন ফজরের ছালাতে প্রথম রাক‘আতে সূরা সাজদা এবং দ্বিতীয় রাক‘আতে সূরা দাহর পড়তেন’ (ছহীহ বুখারী, হা/৮৯১; ছহীহ মুসলিম, হা/৮৭৯)। আর এটা সবার জানা যে, সূরা সাজদার দৈর্ঘ্য তিন পৃষ্ঠা এবং সূরা দাহরের দৈর্ঘ্য দুই পৃষ্ঠা। বিতর ছালাতে তিন রাক‘আতে যথাক্রমে পড়তেন সূরা আ‘লা, সূরা কাফিরূন ও সূরা ইখলাছ (তিরমিযী, হা/৪৬৩; ইবনে মাজাহ, হা/১১৭৩, ছহীহ)।

-আকীমুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine