কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : মাইয়্যেতকে গোসল দেওয়ার পর গোসল দানকারীর জন্য গোসল করা কিজরুরী?

উত্তর: জরুরী নয়। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু বলেন, আমরা মাইয়্যেতকে গোসল দিতাম। আমাদের মধ্যে কেউ গোসল দেওয়ার পর নিজে গোসল করতো। আর কেউ গোসল করতো না (বায়হাক্বী, হা/১৫২১; দারাকুত্বনী, হা/১৮৪২)। তবে গোসল করা ভালো। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মাইয়্যেতকে গোসল দেওয়ার পর গোসর করতে হবে। আর মাইয়্যেতকে বহন করে নিয়ে যাওয়ার পর ওযূ করতে হবে’ (মুসনাদে আহমাদ, হা/৭৬৭৫)।

প্রশ্নকারী : জোতপাড়া, ঠাকুরগাঁও

আক্বীমুল ইসলাম।


Magazine