কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): আল্লাহ তাআলার সত্তা ও গুণ নিয়ে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত? OCD (Obsessive Compulsive Disorder)-এর কারণে এসব বিষয়ে সন্দেহ আসে। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর: আল্লাহ তাআলার সত্তা ও গুণ নিয়ে বিশ্বাসকে বলা হয় ‘তাওহীদে আসমা ওয়া ছিফাত’। তা হলো, কুরআনে আল্লাহ তাআলা নিজেকে যেভাবে বর্ণনা করেছেন এবং তাঁর রাসূল মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে বর্ণনা করেছেন, সেসব বর্ণনায় বিশ্বাস রাখা; কোনো বিকৃতি (تحريف) বা অস্বীকার (تعطيل) ছাড়া এবং কোনোরূপ নির্ধারণ (تكييف) বা তুলনা (تمثيل) করা ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ‘কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা’ (আশ-শূরা, ৪২/১১)। আর এমন সন্দেহ হলে তার করণীয় হলো, আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টিজগত তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে?’ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয়, সে যেন বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি’ (ছহীহ মুসলিম, হা/১৩৪)। আরেক বর্ণনায় এসেছে, আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কিছু ছাহাবী তাঁর সামনে এসে বললেন, আমাদের অন্তরে এমন কিছু খটকার সৃষ্টি হয় যা আমাদের কেউ মুখে উচ্চারণ করতেও মারাত্মক মনে করে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সত্যিই কি তোমাদের এমন মনে হয়?’ তারা জবাব দিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটিই প্রকৃত ঈমানের নিদর্শন’ (ছহীহ মুসলিম, হা/১৩২)।

প্রশ্নকারী : 

প্রশ্নকারী : রেদোয়ান, নোয়াখালী।

Magazine