কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : সাইরেন বাজিয়ে রামাযানের আগমন উৎসব পালন করা যাবে কি? ইসলাম এ সম্পর্কে কী বলে?

উত্তর: না, সাইরেন বাজিয়ে রামাযানের আগমন উৎসব পালন করা যাবে না। রামাযান মাস বান্দার উপর আল্লাহর অনেক বড় একটি নেয়ামত। সুতরাং এ নেয়ামত পেয়ে বান্দা আনন্দিত হবে এটাই স্বাভাবিক। মহান আল্লাহ বলেন, ‘হে নবী আপনি বলে দিন, আল্লাহর দয়া ও অনুগ্রহ নিয়ে যেন তারা আনন্দিত হয়...(সূরা ইউনুস, ১০/৫৮)। তবে এ আনন্দ প্রকাশ যেন বিজাতীয় সংস্কৃতির সাথে মিলে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য স্থাপন করবে, সে তাদেরই দলভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭)। আর ছিয়াম রাখা, ছালাত আদায় করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া ইত্যাদির প্রতি পরস্পর উৎসাহ প্রদান করে আনন্দ প্রকাশ করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর কল্যাণ ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না (আল মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : সিফাতুল্লাহ

মিরপুর, ঢাকা।


Magazine