কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : জানাযার ছালাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মেলানোর দলিল জানতে চাই?

উত্তর : জানাযার ছালাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পাঠ করা দলীল দ্বারা সাব্যস্ত। ত্বালহা ইবনু আব্দুল্লাহ ইবনু আওফ রযিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-এর পিছনে জানাযার ছালাত আদায় করলাম। قَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ فَقَالَ سُنَّةٌ وَحَقٌّ তাতে তিনি সূরা ফাতেহা এবং অন্য একটি সূরা পাঠ করলেন। তিনি ক্বিরা’আত জোরে পড়ে আমাদের শুনালেন। তিনি যখন ছালাত শেষ করলেন তখন আমি তাকে উক্ত বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা সুন্নাত এবং হক্ব (ছহীহ বুখারী, হা/১৩৩৫; নাসাঈ, হা/১৯৮৭; ছহীহ ইবনু হিব্বান, হা/৩০৭১)।

প্রশ্নকারী : জিনান বিন মইনুদ্দীন

গোয়ালডিহি খানসামা দিনাজপুর।


Magazine