কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : ফরয ছালাতের পরে যে সকল যিকির-আযকার পাঠ করা হয় সেগুলো কি সুন্নাত বান ফল ছালাতের পরেও পাঠ যাবে?

উত্তর : ফরয, নফল সকল ছালাতের পর হাদীছে বর্ণিত দু’আগুলো পাঠ করা যায়। ছাওবান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাত হতে সালাম ফেরাতেন তখন তিনবার ‘আসতাগফিরুল্ল-হ’ পাঠ করতেন (ছহীহ মুসলিম, হা/৫৯১)। অন্য বর্ণনায় রয়েছে, فِى دُبُرِ كُلِّ صَلاَةٍ إِذَا سَلَّمَ ‘প্রত্যেক ছালাতের পর যখন সালাম ফেরাতেন তখন পাঠ করতেন (ছহীহ বুখারী, হা/৬৩৩০)। উল্লেখ্য যে, যিকিরের বিষয়টি কিছু কিছু হাদীছ দ্বারা ফরয ছালাতের খাছ করা হলেও একাধিক হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ফরয নফল সকল ছালাতের পর পাঠ করা যায়।

প্রশ্নকারী : শাহরিয়ার

গুরুদাসপুর, নাটোর।


Magazine