কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : ছালাতে সিজদা একটি হয়েছে নাকি দুটি হয়েছে, এরূপ সন্দেহ হলে করণীয়‌কী? আর সালাম ফিরানোর পর এরূপ সন্দেহ হলে করণীয় কী?

উত্তর : প্রথমত, নিশ্চিত হওয়ার চেষ্টা করবে যে, এক সিজদা হয়েছে নাকি দুই সিজদা হয়েছে। কোনো একটির বিষয়ে প্রবল ধারণা হলে তার ওপরই আমল করবে এবং ছালাতের শেষে দুটি সাহু সিজদা দিবে (ছহীহ মুসলিম, হা/৫৭১)। আর যদি নিশ্চিত হতে না পারে, তাহলে কম সংখ্যাকে গ্রহণ করবে অর্থাৎ এক সিজদা হয়েছে মনে করে পরে পুরো এক রাকআত আদায় করবে, তারপর ছালাতের শেষে সালামের পরে সাহু সিজদা করবে (শারহুল মুমতে, ৩/৩৮৪)। আর সালামের পরে সন্দেহ হলে সাহু সিজদা দিতে হবে না। বরং তার ছালাত সঠিক বলেই গণ্য হবে (মাজমূ ফাতাওয়া ইবনু বায, ৩০/১১)।

প্রশ্নকারী: মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine