উত্তর: ইসলামে জমি লিজ (খায়খালাসি/ঠিকা) পদ্ধতি জায়েয। তবে বন্ধক পদ্ধতি হারাম। হানযালা রযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাফে‘ ইবনু খাদীজ রযিয়াল্লাহু আনহু-কে বললাম, স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিনিময়ে জমি ভাড়া দেওয়া যাবে কি? তিনি বললেন, এতে কোন আপত্তি নেই (ছহীহ বুখারী, হা/২৩৪৬ ও ২৩৪৭)। ৩৪৬ পৃ.)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।