কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : যারা নগ্ন সিনেমা দেখে, তাদের ছালাত কবুল হবে কি?

উত্তর : যে কোনো ধরনের সিনেমা দেখা হারাম। কেননা এর মাধ্যমে চোখের, কানের যেনা হয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য তার ব্যভিচারের অংশ লিখে রেখেছেন, সে তা নিশ্চয়ই করবে। চোখের ব্যভিচার হলো দেখা, জিহ্বার ব্যভিচার কথা বলা (যৌন উদ্দীপক কথা বলা)। আর মন চায় ও আকাঙ্ক্ষা করে এবং গুপ্তাঙ্গ তাকে সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে’ (ছহীহ বুখারী, হা/৬২৪৩; আবূ দাঊদ, হা/২১৫২)। তবে চোখের বা কানের যিনা থেকে বিরত থাকা, ছালাতের শর্তগুলোর অন্তর্ভুক্ত নয়। তাই এমতাবস্থায় তার ছালাত কবুল হবে, কিন্তু নগ্ন সিনেমা দেখার কারণে সে গুনাহগার হবে।

প্রশ্নকারী : ফয়সাল হোসেন

 ঢাকা।


Magazine