কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): বাধ্যগত অবস্থায় ব্যাংকে টাকা রাখলে তা থেকে যে লাভ আসে, সেটা ছওয়াবের আশা ব্যতীত কোন কোন খাতে ব্যয় করা যাবে?

উত্তর: সূদমুক্ত একাউন্ট করাই উত্তম। এজন্য যথাসাধ্য সূদমুক্ত একাউন্ট খোলার চেষ্টা করতে হবে। ব্যাংকে সূদ আসলে সেটা নিজের জন্য গ্রহণ করা যাবে না। জনকল্যাণমূলক কাজে ব্যয়ের উদ্দেশ্যে নেওয়া যেতে পারে।

আল্লাহ তাআলা বলেন, ‘অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সূদকে হারাম করেছেন। অতএব যার নিকট তার রবের পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হলো, তাহলে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে’ (আল-বাকারা, ২/২৭৫)।

প্রশ্নকারী : আব্দুল হাকিম

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

Magazine