কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : সিজদায় আগে হাত রাখবে, নাকি হাঁটু রাখবে?

উত্তর : সিজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাত রাখতে হবে এবং পরে হাঁটু রাখতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ সিজদা করে, তখন যেন উটের বসার ন্যায় না বসে, বরং দুই হাতকে যেন হাঁটুর পূর্বে যমীনে রাখে’ (আবূ দাঊদ, হা/৮৪০; নাসাঈ, হা/১০৯১)।

প্রশ্নকারী : মাহফুজুর রহমান

রাজশাহী।


Magazine