কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : কেউ যদি শয়তানের প্ররোচনায় পড়ে মায়ের গায়ে হাত উঠায়, এর পর অনুতপ্ত হয়ে মায়ের কাছে পা ধরে ক্ষমা চাই এবং মাতাকে ক্ষমা করে দেয়, তাহলে সেই সন্তান পরকালে কি জাহান্নামে যাবে?

উত্তরপিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা, পাপমুক্ত কাজে তাদের আনুগত্য করা জরুরি। তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মহান আল্লাহ বলেন, ‘আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না। আর তাদের সাথে সম্মানজনক কথা বল’ (আল ইসরা, ১৭/২৩)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এলো এবং সে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের সর্বাধিক ব্যক্তি কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপরও তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপরও তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, তোমার পিতা (ছহীহ বুখারী, হা/৫৬২৬; ছহীহ মুসলিম, হা/২৫৪৮)। তবে কেউ যদি শয়তানের ধোঁকার বশীভূত হয়ে পিতা-মাতার সাথে অন্যায় কোনো আচরণ করে বসে এবং পিতা-মাতার নিকট ক্ষমা চেয়ে নেয় এবং তারা ক্ষমা করে দেয়, তাহলে ক্বিয়ামতের দিন আল্লাহ তাকে এই অপরাধের জন্য পাকড়াও করবেন না। ইনশা-আল্লাহ!

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine