উত্তর : পুলসিরাত পারাপার সহজ হওয়ার জন্য আমল করার মতো কোনো দু‘আ কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত হয়নি। তবে একথা স্পষ্ট যে, মুমিন-মুত্তাক্বীরাই পুলসিরাত পার হতে সক্ষম হবে। মহান আল্লাহ বলেন, ‘সে দিন আপনি দেখবেন মুমিন নর-নারীর সামনে পিছনে তাদের নূর চলতেছে’ (আল-হাদীদ, ৫৭/১২)। আর সৎ আমলের তারতম্য অনুসারে সে দিন কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ বা পাখি উড়ার গতিতে পুলসিরাত পার হবে। আর আমানত ও আত্মীয়তার সম্পর্ক এই দুইটি বিষয় বান্দার কাছে পাঠানো হবে। তারা পুলসিরাতের দুই পাশ ডান ও বামে এসে দাড়াবে (ছহীহ মুসলিম, হা/১৯৫; মুসতাদরাকে হাকেম, হা/৮৭৫১; মিশকাত, হা/৫৫৭৬)। তাই দ্রুত পুলসিরাত পার হওয়ার জন্য মুমিন বান্দার উচিত হলো গোপনে ও প্রকাশ্যে তাক্বওয়া অবলম্বন করা, আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা, সুন্নাতের পাবন্দী হওয়া, আমানত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ক্বিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার দু‘আ : বনু কেনানা গোত্রের জনৈক ব্যক্তি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে ছালাত আদায় করেছি। অতঃপর আমি তাকে পড়তে শুনেছি,
اللهم لَا تُخْزِنِيْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا تُخْزِنِيْ يَوْمَ الْبَأْسِ
‘হে আল্লাহ! আপনি আমাকে ক্বিয়ামতের দিন ও কঠিন বিপদের দিন অপমানিত করবেন না’ (মুসনাদে আহমাদ, হা/১৮০৮৫; মু‘জামুল কাবীর, হা/২৫২৪)।
হিসাব-নিকাশ সহজের দু‘আ :
اللهم حَاسِبْنِيْ حَسَابًا يَسِيْرًا
‘হে আল্লাহ! তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো’ (মুসনাদে আহমাদ, হা/২৪২৬১; মিশকাত, হা/৫৫৬২)। মিযানের পাল্লা ভারী হওয়ার দু‘আ : আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দুইটি বাক্য আছে এমন যা উচ্চারণে সহজ, মিযানের পাল্লায় ভারি হবে, দয়াময় আল্লাহর কাছে অতীব প্রিয় সেই দুইটি বাক্য হচ্ছে,
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ، سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
‘আমি মহান আল্লাহর তাসবীহ বর্ণনা করছি তাঁর প্রশংসা সহকারে’ (ছহীহ বুখারী, হা/৬৬৮২; ছহীহ মুসলিম, হা/২৬৯৪; তিরমিযী, হা/৩৪৬৭)।
প্রশ্নকারী : আমিনুল ইসলাম
কমলগঞ্জ, আদমপুর বাজার, মৌলভীবাজার।