কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): তারাবীহ ছালাত জামাআতে আদায় করার পর রাতে আরো নফল ছালাত আদায় করতে পারব কি?

উত্তর: রাতে তিন রাকআত বিতরসহ মোট এগারো রাকআতই ছালাত আদায় করতে হবে, এর বেশি ছালাত আদায় করা যাবে না। আবূ সালামা ইবনু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেন, রামাযান মাসে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাত কেমন ছিল? তিনি বললেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযান মাসে এবং অন্যান্য সময় (রাতে) এগার রাকআতের অধিক ছালাত আদায় করতেন না। তিনি চার রাকআত ছালাত আদায় করতেন। তুমি সেই ছালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর তিনি আরো চার রাকআত ছালাত আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাকআত (বিতর) ছালাত আদায় করতেন (ছহীহ বুখারী, হা/১১৪৭)।

প্রশ্নকারী : মামুনুর রশীদ

রাজশাহী।


Magazine