কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): আমাদের এলাকাতে পাঁচ বছরের অথবা দশ বছরের জন্য আগাম চুক্তিতে আম বাগান বর্গা দেওয়া হয়, যেখানে যিনি বর্গা নিচ্ছেন তিনিই সেই বাগানের দেখাশোনা করা, সেচ দেওয়া ইত্যাদি কাজগুলো করে থাকেন। এখন প্রশ্ন হলো, এভাবে আগাম চুক্তিতে আম বাগান বর্গা দেওয়া কি জায়েয?

উত্তর: এভাবে বাগান বর্গা দেওয়া বৈধ নয়। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রয়কারী ও ক্রেতাকে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন যতদিন পর্যন্ত গাছের ফল (খাবার বা কাজে লাগানোর) উপযুক্ত না হবে (ছহীহ বুখারী, হা/২১৯৪, ছহীহ মুমলিম, হা/১৫৯৪)। কারণ এতে ধোঁকার সম্ভাবনা রয়েছে এবং এটি সম্পদের মালিকানা অর্জনের পূর্বেই তা বিক্রি করার আওতাভুক্ত যেগুলো ইসলামী শরীআতে জায়েয নয় (ছহীহ মুসলিম, হা/১৫১৩)। সুতরাং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বলো তো, আল্লাহ তাআলা যদি ফল নষ্ট করে দেন, তবে কিসের বিনিময়ে তোমার ভাইয়ের মাল গ্রহণ করবে’? (বুখারী, হা/২২০৮; মুসলিম, হা/১৫৫৫) । সুতরাং এধরনের বাগান বর্গা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : আমিনুল হক, রাজশাহী।



Magazine