কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : আমার পিতা সূদভিত্তিক একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন। তবে তিনি সরাসরি সূদের সাথে সম্পর্কিত প্রোগ্রামের দায়িত্বশীল নন। বরং ঐ এনজিওরই অন্য একটি প্রোগ্রামের দায়িত্বশীল যেখানে সূদী কাজ-কারবার হয় না। এমতাবস্থায় তার উপার্জিত অর্থ হালাল হবে কি?

উত্তর : সূদমুক্ত প্রোগ্রামটিও ঐ সূদভিত্তিক এনজিওরই অন্য একটি শাখা। সুতরাং এমতাবস্থায় তার উপার্জিত অর্থ হালাল হবে না। কেননা সূদের সাথে সম্পৃক্ত কোনো স্তরের চাকরি বৈধ নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহীতা, সূদদাতা, সূদের লেখক এবং সূদের সাক্ষীদের উপর অভিশাপ করেছেন এবং বলেছেন তারা সবাই সমান (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। তাছাড়া এতেও সূদের কাজে সহযোগিতা করা হয়, যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ২)।

-সাজিদ

মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

Magazine