কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (৪৪) জনৈক ব্যক্তি মারা যাওয়ার সময় মসজিদের জন্য ৫ বিঘা জমি দেওয়ার অসিয়ত করে যায় এবং শর্ত করে যায় যে, এই ৫ বিঘা জমির দায়িত্বে থাকবে তার সন্তানরা। এই শর্ত মসজিদ কমিটি মানতে না চাইলে ঐ জমি অন্য মসজিদে দেওয়া যাবে কী?

উত্তর : জমিদাতা যেভাবে অছিয়ত করেছেন সেভাবেই অছিয়ত পূরণ করতে হবে। অতএব, শর্তানুসারে মসজিদ কমিটি জমি গ্রহণ না করলে জমি অন্য মসজিদে দেওয়া যাবে। কেননা মসজিদের সম্পদ মসজিদেই খরচ করতে হবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উমার খায়বার যুদ্ধে (গনীমাতের) একখণ্ড জমি পেলেন। অতঃপর তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি খায়বারে একখণ্ড জমি পেয়েছি, তার চেয়ে উত্তম সম্পদ আমি আর কখনো লাভ করিনি। হে আল্লাহর রসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এখন আমাকে এতে কি করতে বলেন? তখন তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি যদি চাও তবে এর মূলস্বত্ব রক্ষা করে লভ্যাংশ দান করে দিতে পার। তাই উমার মূলস্বত্ব রেখে দান করলেন যে, তার মূল বিক্রি করা যাবে না, হেবা (দান) করা যাবে না এবং তাতে উত্তরাধিকার প্রবর্তিত হবে না (ছহীহ বুখারী, হা/২৭৩৭)।

প্রশ্নকারী : ইমরান হুসাইন

গোপালগঞ্জ সদর।


Magazine