কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): কোনো এক যুবক পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে কিন্তু দাড়িও কাটে। এখন এই যুবকের ছালাত কি কবুল হবে?

উত্তর: প্রত্যেক মুসলিমের উচিত পরিপূর্ণ দ্বীন মেনে চলা। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? (আল-বাকারা, ২/৮৫)। সুতরাং ছালাত আদায়কারীদের অবশ্যই দাড়ি রাখতে হবে। তবে ছালাত কবুল হওয়ার জন্য দাড়ি রাখা শর্ত করা হয়নি। সুতরাং তার ছালাত ছহীহ হবে। কিন্তু এই বিধান পালন না করার কারণে সে পাপী হবে।

প্রশ্নকারী : মো. হাফিজুল ইসলাম

পূর্ব বালিয়াডাঙ্গা, চারঘাট, রাজশাহী।


Magazine