উত্তর : মৃতব্যক্তির মুখমণ্ডল দেখলে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ধরনের ছওয়াব হাছিল হয় মর্মে বর্ণিত কুরআনুল কারীমের কোনো আয়াত বা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো হাদীছ সম্পর্কে আমরা অবগত নই। তবে জামে তিরমিযীতে একটি হাদীছ বর্ণিত হয়েছে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, উছমান বিন মাযঊন রাযিয়াল্লাহু আনহু ইন্তিকাল করার পর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে চুম্বন করেছেন (তিরমিযী, হা/৯৮৯)। এই হাদীছ দ্বারা প্রতীয়মান হয় যে, মৃতব্যক্তির চেহারা দেখা এবং তাকে (বিশেষ সম্পর্কের কেউ হলে) চুম্বন করা যায়।
ডা. মুহাম্মাদ জামাল উদ্দিন
সীতাকুণ্ড, চট্টগ্রাম।