উত্তর: ঋণগ্রস্ত পিতাকে যাকাত দেওয়া যাবে না। বরং সন্তানের জন্য আবশ্যক হবে নিজের সম্পদ থেকে পিতার ঋণ পরিশোধের ব্যবস্থা করা। আর পিতামাতাসহ যাদের ভরণপোষণ দেওয়া ফরয, তাদেরকে যাকাত দেওয়া জায়েয নয় (ছহীহ বুখারী, হা/১৪৬২; ছহীহ মুসলিম, হা/১০০০)। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি ও তোমার সম্পদ তোমার পিতার’ (ইবনু মাজাহ, হা/২২৯১; আল-ইরওয়া, হা/৮৩৮)।
প্রশ্নকারী :তাহাজুল ইসলাম
পশ্চিমবঙ্গ, ভারত।